পর্যায় সারণি হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থকে একত্রে উপস্থাপনের একটি আন্তর্জাতিক ভাবে গৃহীত ছক। আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহকে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, ধর্মাবলী বিবেচনায় নিয়ে বিভিন্ন শ্রেণীতে ও পর্যায়ে বিভক্ত করে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে পর্যায় সারণিতে সাজানো হয়েছে।
প্রত্যেকটি রসায়ন একটি নির্দিষ্ট উচ্চতা বা মান দিয়ে সংখ্যাবিহীন ভাবে চিহ্নিত করা হয়। পর্যায় সারণি ব্যবহার করে বিভিন্ন রসায়নের গুণগত বৈশিষ্ট্য এবং ব্যবহার খুব সহজে খুঁজে পাওয়া যায়।
একটি উদাহরণ দেওয়া যাক। আমাদের দেশে প্রচলিত বিভিন্ন রসায়ন যেমন নাইট্রিক এসিড, সালফিউরিক এসিড, কাউস্টিক সোডা, পারাফিন ও অ্যাসেটোনের পর্যায় সারণি এর মতো করে তৈরি করা যায়।


If you have any doubts, please let me know :)