কোষ ও এর গঠন
Cell and its Structure
কোষ : Cell
জীবদেহের গঠন ও কাজের একক
বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে
কোষবিদ্যা : Cytology
জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা ও গবেষনা করা হয়
কোষ মতবাদ : Cell Theory
কোষ সম্পর্কে জার্মান বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান যে বক্তব্য প্রদান করেন
আদিকোষ : Prokaryotic cell
যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাকে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে।
প্রকৃত কোষ : Eukaryotic cell
যে কোসে সুগঠিত নিউক্লিয়াস থাকে
প্রকৃত কোষ বিদ্যমান ছত্রাক, শৈবাল, উদ্ভিদ ও প্রাণী দেহে
দেহ কোষ : Somatic cell
যে কোষ দেহ গঠন করে
জনন কোষ : Reproductive cell / Gamete
যে কোষ জীবের প্রজননে অংশ গ্রহন করে, তাকে বলা হয় জনন কোষ ।
ফ্রাগমোপ্লাস্ট : The phragmoplast is a plant cell specific structure that forms during late cytokinesis.
প্রোটোপ্রাজম :
কোষঝিল্লি দিয়ে ঘেরা জীবকোষের সম্পূর্ণ সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে
প্রোটোপ্লাজমের ৩টি অংশ - কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস
সাইটোপ্লাজম : কোষঝিল্লী ও নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের বাকি অংশকে সাইটোপ্লাজম বলে
সাইটোপ্লাজম এর দুইটি অংশ - সাইটোপ্লাজমীয় মাতৃকা এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু
সাইটোসল : সাইটোপ্লাজমের মাতৃকাকে সাইটোসল বলে
ফ্লুইড মোজাইক মডেল : কোষ ঝিল্লি সম্পর্কে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন যে বক্তব্য প্রদান করেন


If you have any doubts, please let me know :)