SSC Physics ৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)
আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।
৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন নাম্বার ১ = কর্মদক্ষতা কাকে বলে ? (ঢাকা বোর্ড ২০১৯, রাজশাহী বোর্ড ২০১৯, ২০১৬, কুমিল্লা বোর্ড ২০১৯, ২০১৬, সকল বোর্ড ২০১৮, দিনাজপুর বোর্ড ২০১৬)
উত্তরঃ- কোনো যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় এবং যতটুকু পরিমাপ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায় তার অনুপাতকে কর্মদক্ষতা বলে।
প্রশ্ন নাম্বার ২ = গতিশক্তি কাকে বলে ? (ঢাকা বোর্ড ২০১৭, যশোর বোর্ড ২০১৯, ২০১৬)
উত্তরঃ- কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
প্রশ্ন নাম্বার ৩ = বিভবশক্তি কাকে বলে ? (রাজশাহী বোর্ড ২০১৭, সিলেট বোর্ড ২০১৭, ২০১৬, দিনাজপুর বোর্ড ২০১৯)
উত্তরঃ- স্বাভাবিক অবস্থান বা অবস্থায় থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভবশক্তি বলে।
প্রশ্ন নাম্বার ৪ = এক জুল কাকে বলে ? (দিনাজপুর বোর্ড ২০১৭)
উত্তরঃ- কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে।
প্রশ্ন নাম্বার ৫ = কাজ কাকে বলে ? (চট্টগ্রাম বোর্ড ২০১৬)
উত্তরঃ- কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রযোগ বিন্দুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কাজ করেছে বলা হয়।
প্রশ্ন নাম্বার ১০ = ঋণাত্মক কাজ কাকে বলে ?
উত্তরঃ- বল প্রয়োগের ফলে যদি বলের প্রযোগবিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীতদিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বলে।


If you have any doubts, please let me know :)