SSC Physics ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)
আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।
৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট।
প্রশ্ন ১. সাম্য বল কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর একাদিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ঐ বলগুলোকে সাম্য বল বলে।
প্রশ্ন ২. পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক?
উত্তর: পদার্থে ভর জড়তার পরিমাপক।
প্রশ্ন ৩. সরণ কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে।
প্রশ্ন ৪. ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।
উত্তর: ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো- একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের পরিবর্তন হয় না।
প্রশ্ন ৫. পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি লিখ।
উত্তর: পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি হলো- স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক।
প্রশ্ন ৬. মহাকর্ষ বল কী?
উত্তর: এ মহাবিশ্বে প্রত্যেক বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার এ পারস্পরিক আকর্ষণ বলই মহাকর্ষ বল।
প্রশ্ন ৭. পিছলানো ঘর্ষণ কী?
উত্তর: একটি বস্তু অন্য একটি বস্তুর উপর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাই পিছলানো ঘর্ষন।
বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।


If you have any doubts, please let me know :)