SSC Chemistry ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)
আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির রসায়ন বইয়ের ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।
প্রশ্ন ১. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে।
প্রশ্ন ২. প্রতীক কাকে বলে?
উত্তর: কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।
প্রশ্ন ৩. সমাণু কী?
উত্তর: সমাণু হলো একই আণবিক সংকেতবিশিষ্ট একাধিক যৌগ যাদের গাঠনিক সংকেত ও রাসায়নিক ধর্ম ভিন্ন।
প্রশ্ন ৪. গলনাঙ্ক কাকে বলে?
উত্তর: স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাংক বলে।
প্রশ্ন ৫. ক্যাডমিয়ামের প্রতীক কী?
উত্তর: ক্যাডনিয়ামের প্রতীক Cd।
প্রশ্ন ৬. প্রধান শক্তিস্তর কী?
উত্তর: বোরের মডেলে যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাই প্রধান শক্তিস্তর।
প্রশ্ন ৭. যোজনী ইলেকট্রন কী?
উত্তর: যোজনী ইলেকট্রন হলো- কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যা।
প্রশ্ন ৮. পরমাণুর মৌলিক কণিকা কাকে বলে?
উত্তর: যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে পদার্থের মূল কণিকা বা মৌলিক কণিকা বলে।
প্রশ্ন ৯. অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
উত্তর: অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16।
প্রশ্ন ১০. পর্যায়বৃত্ত ধর্ম কী?
উত্তর: পর্যায় সারণিতে অবস্থিত বিভিন্ন মৌলের সকল ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, একে পর্যায়বৃত্ত বলে।
ট্যাগসমূহ জেনে রাখুন
(PDF) নবম দশম শ্রেণীর রসায়ন: ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
নবম-দশম শ্রেণির রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সৃজনশীল প্রশ্ন
নবম ও দশম শ্রেণির রসায়ন : তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন (২য় পর্ব)
নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ-৩.১ ৩য়... - SSC Chemistry Shikhun
রসায়ন ৩য় অধ্যায় গাণিতিক সমস্যাবলী ও সমাধান
৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর
পদার্থের গঠন । রসায়ন ৩য় অধ্যায় । এস এস সি ২০২১ প্রস্তুতি পর্ব
রসায়ন-১ নবম শ্রেণি অধ্যায় -০৩ পদার্থের গঠন (৩য় অংশ
নবম দশম শ্রেণির রসায়ন বই ২০২২ pdf download করুন - ৭রং
রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর


If you have any doubts, please let me know :)