এসএসসি রসায়ন ১ম অধ্যায় রসায়নের ধারণা নোট করে। এই অধ্যায়ে রসায়নের একটি সহজ ভূমিকা, এর সুযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ, রসায়নে তদন্ত এবং গবেষণা পদ্ধতির সাধারণ ধারণা এবং রাসায়নিক পদার্থ সংরক্ষণের সমস্যা, সেইসাথে সেগুলি ব্যবহারের ক্ষেত্রে বিপত্তি রয়েছে।
Hand Note
>এই অধ্যায়ে রসায়নের একটি সহজ ভূমিকা, এর সুযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ, রসায়নে তদন্ত এবং গবেষণা পদ্ধতির সাধারণ ধারণা এবং রাসায়নিক পদার্থ সংরক্ষণের সমস্যা,
Question
১। রসায়ন কাকে বলে?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন,পদার্থের ধর্ম, এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে।
২। ‘আল-কেমি’ কাকে বলে?
উত্তর: প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে’আল-কেমি’ বলে।
৩। কালি কি?
উত্তর: কালি হচ্ছে কাঠ ও কয়লা পোড়ানোর ফলে তৈরি এক ধরণের কার্বন কনা।
৪। জৈব যৌগ কী?
উত্তর: যেসব রাসায়নিক যৌগে এক বা একাধিক কার্বন পরমাণু অন্যান্য মৌল যেমন প্রধান হাইড্রোজেন ,অক্সিজেন,নাইট্রোজেন ইত্যাদির সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাদের জৈব যৌগ বলে।
৫। সেলুলোজ কী?
উত্তর: উদ্ভিদ দেহের গঠনিক উপাদানকে সেলুলোজ বলে।
৬। রাসায়নিক পরিবর্তনর কী?
উত্তর: যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিনত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
৭। কোয়ান্টাম ম্যাকানিক্স কী?
অথবা, কোয়ান্টাম মেকানিক্স কাকে বলে?
উত্তর: যে পুস্তকে গাণিতিক হিসাব-নিকাশ এর সাহায্যে পরমাণুর গঠন ব্যাখা করা যায় তাকে কোয়ান্টাম ম্যাকানিক্স বলে।
৮। বিস্ফোরক দ্রব্য কাকে বলে?
উত্তর: যে দ্রব্য নিজে নিজেই বিক্রিয়া করতে পারে ,আঘাত লাগলে বা আগুন লাগলে বিস্ফোরন হয় তাকে বিস্ফোরক দ্রব্য বলে।
SSC Chemistry Chapter 1 Hand Note


If you have any doubts, please let me know :)