প্রফেসর'স গণিত স্পেশাল pdf বিগত ২ যুগের বিভিন্ন চাকরি পরীক্ষার ৩ শতাধিক সেট প্রশ্ন বিশ্লেষণের পর বিশেষ টেকনিক অবলম্বনে রচিত একটি অসাধারণ বই। বিসিএস, পিএসসি'র বিভিন্ন নিয়োগ, ব্যাংক- বীমা নিয়োগসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য প্রফেসর গণিত স্পেশাল Pdf অদ্বিতীয় অবলম্বন। বিশেষত সম্প্রতি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গণিত থেকে ৩০টি এবং পিএসসিসহ সব ধরনের চাকরির পরীক্ষায় ২০টি করে অন্ধ আসায় এ বইটির গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে।
এতদন্য নতুন আঙ্গিকে, বর্ধিত কলেবরে প্রকাশ করা হয়েছে এবারের সংস্করণটি। বিগত বছরের নিয়োগ প্রশ্নসমূহ বিশ্লেষণ করলে দেখা যায়, যে কোনো চাকরি পরীক্ষায় সাধারণত যেসব অংক আসে তার প্রায় সবগুলোই মাধ্যমিক শিক্ষা স্তর তথা স্কুল পর্যায়ে। কিন্তু পার্থক্য হলো তখন ১০-১২টি অল্প সমাধানের জন্য সময় থাকতে ৩ ঘণ্টা বা ১৮০ মিনিট। কিন্তু চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১০০ নম্বরের MCQ উত্তরের জন্য সময় দেয়া হয় ৬০ মিনিট ও ২০০ নম্বরের জন্য ১২০ মিনিট।
সেই হিসেবে একটি প্রশ্ন অনুধাবন করে এর বৃত্ত ভরাট করতে সময় পাওয়া যায় মাত্র ৩৬ সেকেন্ড। তার উপর কোনো প্রশ্নের মুল বৃত্ত ভরাট করলে পরীক্ষাভেদে রয়েছে ০.৫০/০.২৫ নম্বর কাটার বিধান। অথচ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর থেকে দীর্ঘদিন গণিত অনুশীলন না করায় অনেকের পক্ষে স্বল্প সময়ে দ্রুত ও সঠিকভাবে অঙ্কগুলো সমাধান করা সম্ভব হয় না। এ থেকে উত্তরণের জন্যই প্রকাশ করা হয়েছে বিশেষ টেকনিক অবলম্বনে প্রফেসরস গণিত স্পেশাল।


If you have any doubts, please let me know :)